বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১১


Chuknagar: The largest genocide during the Bangladesh Liberation War in 1971..........................................................



freedom-fighter2.jpg chuknagar.jpg Bengali intellectuals murdered and dumped at dockside in Dacca. hindu-racism.jpg



Chuknagar is a small business town located in the Dumuria Thana of Khulna district and very close to the India Bangladesh border. In 71 thousands of refugees gathered in Chuknagar to go to Kolkata. According to a conservative account around ten thousand people were in Chuknagar waiting to cross the border.

In the early morning of May 10, the fatal day around 10am two trucks carrying Paki troops arrived at Kautala (then known as Patkhola). The Pakis were not many in number, most possibly a platoon or so. As soon as the Paki trucks stopped, the Pakis alighted from the truck carrying light machine guns (LMGs) and semi automatic rifles and opened fire on the public. Within a few minutes a lively town turned into a city of death.

The accounts of the two hundred interviewees were same. They differed only in details. “There were piled up dead bodies. Dead Kids’ on dead mum’s laps. Wives hugging their beloved husbands to protect them from killer bullets. Dads’ hugging their daughters to shield them. Within a flash they all were just dead bodies. Blood streamed into the Bhadra river, it became a river of corps. A few hours later when the Paki bastards ran out of bullets, they killed the rest of the people with bayonet.”

Source: Muntassir Mamun, The Archive of Liberation War, Bangabandhu and Bangladesh Research Institute


মঙ্গলবার, ৩১ মে, ২০১১

সন্মোহন...................................................।




একটি অলৌকিক ঘটনা....................................।।


Blogger: Srabon (আসুন প্রান খুলে লিখি.....................।) - টেমপ্লেট ডিজাইনার

Blogger: Srabon (আসুন প্রান খুলে লিখি.....................।) - টেমপ্লেট ডিজাইনার

সোমবার, ৩০ মে, ২০১১


জঙ্গলের আইন হলো- "kill only when you're hungry." এবং এই আইন তারা কিভাবে মেনে চলে- তার একটা নমুনা দেখেন। তিনটা চিতা বনের মধ্যে মনের সুখে খেলাধুলা করতেছিল, হঠাৎ সামনে পড়ল একটা নীরিহ তৃণভোজী.........তারপর...............










'আইন' শব্দটা আমাদের কাছে অত্যন্ত হাস্যকর হইলেও পশুরা কিন্তু তাদের নিজ-নিজ আইনের প্রতি শ্রদ্ধাশীল.......
অন্যান্য গ্রহ-উপগ্রহে যেতে ব্যবহৃত হবে এম, পি, সি, বি
আমেরিকান মহাশূন্য অনুসন্ধান সংস্থা নাসা এটা নিশ্চিত করেছে যে, এম, পি, সি, বি ই হচ্ছে আমেরিকার মানুষ বহনকারী পরবর্তী নভোযান। এটা ওরিওন ক্যাপসুলের গাঠনিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। ওরিওন হচ্ছে চাঁদে মানুষ বহনের জন্য আমেরিকার তৈরী করা নভোযান। কিন্তু এর খরচ বেশি হওয়ার জন্য প্রেসিডেন্ট ওবামা মহাশূন্য যাত্রায় ওরিওনের ব্যবহার না করে দেন।

লকহীড মার্টিন নামের নভোযান তৈরীর একটি আমেরিকান কোম্পানি ওরিওন তৈরী করেছিল। তারাই এম, পি, সি, বি তৈরীর প্রধান প্রকৌশলী।

প্রেসিডেন্ট ওবামা এর মতে, ২০২০ সাল নাগাদ মানুষের পক্ষে মহাশূন্যের পাথরে যাওয়া সম্ভব হবে আর এম, পি, সি, বি হবে সেই নভোযান যেটি মানুষকে সেখানে পৌছে দিবে। তিনি আরও মনে করেন এম, পি, সি, বি দিয়েই মানুষের পক্ষে মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব হবে যেটি নাসা সম্ভবত ২০৩০ সালে করতে পারে।

নাসার মতে, ২৩ টন ওজনের এম, পি, সি, বি চার জন নভোচারী নিয়ে ২১ দিনের মিশনে যেতে পারবে। মিশনে এটি আরও বিভিন্ন মডিউলে যুক্ত হবে। নাসা মনে করে এম, পি, সি, বি কোন বড় রকেটের শীর্ষভাগে লেগে মহাশূন্যে যাত্রা করবে এবং ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে রকেট থেকে পড়ার মাধ্যমে যাত্রার ইতি টানবে। তবে যাত্রার সময় এম, পি, সি, বি কোন রকেটের সাথে লাগবে তা এখনও নির্ধারিত হয় নি।

"মহাশূন্যে গভীর অনুসন্ধানের জন্য আমরা মনে করি অবশ্যই এই দশকে এম, পি, সি, বি এর যাত্রা শুরু হবে। আমরা এখনও নিশ্চিত নই এটি কখন যাত্রা শুরু করবে তবে এটা যত তাড়াতাড়ি সম্ভব যাত্রা শুরু করবে। যাত্রা পৃথিবীর বাইরে যেকোন গ্রহ-উপগ্রহে হতে পারে।"-- বলেছেন ডগ কুক, ওয়াশিংটনের এক্সপ্লোরেশন সিস্টেম এজেন্সির সহকারী পরিচালক।

ওরিওন স্পেস শিপটা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু এর খরচ বেশি হওয়ায় গতবছর প্রেসিডেন্ট ওবামা ওরিওন বন্ধ ঘোষনা করেন। তৎসময়ে ওরিওনের ব্যয় ৯ বিলিয়নে পৌছে ছিল যা আমেরিকার প্রেসিডেন্ট খরচ করতে চাই ছিলেন না। তারপর ঐ ওরিওনের কর্তা ব্যক্তিদের চেষ্টাই তৈরী করা হয়েছে এম, পি, সি, বি।
ছবি কথা বলে !!!




রবিবার, ২৯ মে, ২০১১


নিল জলের মাঝে আসম পধ্ম ...........................
নো ইভতিজি%........................






আসলে কি তাই???

মুক্ত চিন্তার একটি ব্লগ............।।








এরা পাশু আর আমরা মানুষ ভাবুন ত একবার !!!

বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহা বিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
ভূলোক দ্যুলোক গোলোক ভেদিয়া,
খোদার আসন আরশ ছেদিয়া,
উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-